প্রতিনিধি,ধর্মনগর: ত্রিপুরার উঠতি দাবাড়ু প্রেরণা দেবনাথ আজ মুদিকিয়ার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা লাভ করেন। তাঁর ধারাবাহিক সাফল্যে মুগ্ধ হয়ে সংগঠনটি ভবিষ্যতে রাজ্য ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেয়। মাত্র ২০২৪ সালে দাবা যাত্রা শুরু করলেও প্রেরণা অল্প সময়েই অসাধারণ মনোযোগ ও কৌশলগত দক্ষতার পরিচয় দেয়। বিভিন্ন র্যাপিড টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করে সে নিজের প্রতিভা প্রমাণ করে।২০২৫ সালে প্রেরণা প্রথম International Open FIDE Rating Chess Tournament– এ অংশ নিয়ে আন্ডার–১৫ গার্লস বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে। এরপর আগরতলায় অনুষ্ঠিত T-RERA International Open FIDE Rating Chess Tournament 2025–এও সে একই বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে। বর্তমানে তার FIDE Rapid Rating 1421 এবং FIDE Blitz Rating 1556—মাত্র ১৫ বছর বয়সে এই অর্জন অসাধারণ এবং ত্রিপুরার দাবা অঙ্গনে বিরল সাফল্য হিসেবে ধরা হচ্ছে।প্রেরণার ছোট বোন সরণালি দেবনাথও প্রতিভাবান দাবাড়ু। শারীরিক অসুস্থতার কারণে এ টুর্নামেন্টে সাফল্য না পেলেও আগে চিলছড়ে আয়োজিত আন্ডার–১৩ টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছে। দুই বোনের এই সাফল্য আগামী দিনে ত্রিপুরার দাবা উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।