রাজকুমার দাস,চুরাইবাড়ি ১১ জানুয়ারি : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষপূর্তি উপলক্ষে সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও ধারাবাহিকভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর, পানিসাগর ও কদমতলা খণ্ডে অনুষ্ঠিত হলো বৃহৎ হিন্দু মহা সম্মেলন। রবিবার দুপুর একযোগে শুরু হওয়া এই সম্মেলনে উত্তর ত্রিপুরার তিনটি মহকুমা থেকে বিপুল সংখ্যক স্বয়ংসেবক, বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সম্মেলনকে ঘিরে প্রতিটি স্থানে ছিল উৎসবমুখর পরিবেশ এবং শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি। সম্মেলন মঞ্চ থেকে বক্তারা হিন্দু সমাজের ঐক্য, সংস্কৃতি ও জাতীয় চেতনাকে আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন। চা বাগান, বাঙালি ও পাহাড়ি এই তিনটি হিন্দু সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে এই সম্মেলন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উত্তর ত্রিপুরা জেলা কমিটির আহ্বায়ক বিজয় ভট্টাচার্য জানান, “হিন্দু সমাজকে সংঘটিত করে একটি শক্তিশালী ও সংগঠিত ভারতবর্ষ গঠনের যে লক্ষ্য সংঘ বহুদিন ধরে নিয়ে চলেছে, সেই লক্ষ্যকে সামনে রেখেই রবিবার এই হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন আরএসএস-এর বিভাগ প্রচারক প্রদীপ দেববর্মা, কদমতলা খণ্ডের কার্যবাহ বিনয় চন্দ সহ সংঘের একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা। তাঁরা সকলেই হিন্দু সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক দায়িত্ববোধ ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরেন। আয়োজকদের মতে, এই ধরনের সম্মেলনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে সংগঠিত কার্যক্রম গ্রহণ করা হবে। বাইট, বিজয় ভট্টাচার্য উত্তর ত্রিপুরা জেলার স্বয়ংসেবক সংঘের আহ্বায়ক।