রাজকুমার দাস চুরাইবাড়ি ১০ জানুয়ারী: কাঞ্চনপুর ও দামছড়া সফরে এসে উন্নত এডিসি গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।আজ কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে কাঞ্চনপুর আইএসবিটি মাঠে অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির এক বিশাল প্রকাশ্য সমাবেশে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রাজ্যের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরায় রূপান্তরিত করার লক্ষ্যে বিজেপি সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত ২০৪৭’, ‘নতুন ভারত’ এবং এডিসিকে কেন্দ্র করে যে উন্নয়নের স্বপ্ন বিজেপি দেখছে, তা আগামীদিনে বাস্তব রূপ নেবে। সমাবেশে মুখ্যমন্ত্রী দলীয় উন্নয়নমূলক পরিকল্পনা, জনকল্যাণমূলক প্রকল্প ও জনজাতি সমাজের সার্বিক অগ্রগতির বিষয়েও আলোকপাত করেন। এদিন তাঁর উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ২৩৮ পরিবারের ৭৫৯ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন, যা দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করেছে। এই সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব্বর্মা, বিধায়ক যাদব লাল নাথ, উত্তর জেলার সভাধিপতি অর্পনা নাথসহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা। কাঞ্চনপুর মণ্ডল এলাকার কয়েক শত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই প্রকাশ্য সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।