ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি, উদয়পুরঃ যান দূর্ঘটনা যেন পিছু ছাড়ছে না মন্দির নগরী উদয়পুর মহকুমা জুড়ে। প্রতিদিনই উপর্যুপরি যান দূর্ঘটনা ঘটে চলছে উদয়পুর মহকুমা জুড়ে। অকালেই ঝড়ে যাচ্ছে অনেকেরই মনে লালিত আশা - ভরষা - স্বপ্ন। আজ আবারও এমনই এক যান দূর্ঘটনা ঘটলো মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির সংলগ্ন উদয়পুর -সাব্রুম জাতীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, আপ্যায়ন নামক হোটেলের কর্মী জোলাইবাড়ি কলসি নিবাসী ৪২ বর্ষীয় জনৈক হারাধন দেবনাথ,পিতা মৃত রামমোহন দেবনাথকে রাবারের শিটবাহী উদয়পুর থেকে দক্ষিণ গামী বেপরোয়া গতিতে থাকা একটা বলেরো মালবাহী গাড়ি সজোরে ধাক্কা মেরে উপস্থিত জনগণ কর্তৃক আটক হয়। আশংকাজনক অবস্থায় আহত ব্যাক্তিকে উপস জমগণ টেপানীয়া স্হিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতালের ইমারজেন্সির কর্তব্যরত চিকিৎসক আহত ব্যাক্তি প্রাথমিক চিকিৎসা করে উনাকে অস্হি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর জন্য সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করেন। উল্লেখ্য যে, উক্ত ব্যাক্তির মাথায়, বুকে আর কোমরে ব্যাথা অনুভূত হচ্ছে বলে জানা যায়। প্রায় প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার খবরে আতংকিত জনসাধারণ। সড়ক সুরক্ষায় সকলের আরও বেশি যত্নশীল হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সজাগ থাকতে সকলেই অভিমত ব্যক্ত করেন।