ত্রিপুরা প্রত্যয় প্রতিনিধি,ধর্মনগরঃ জাতীয় সড়ক সুরক্ষা মাস–২০২৬ উপলক্ষে মঙ্গলবার উত্তর জেলার জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের উদ্যোগে এবং রাজ্য প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চান্দনী চন্দ্রান, আইএএস এবং উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক।জেলাশাসক চান্দনী চন্দ্রান তাঁর বক্তব্যে বলেন,“সড়ক দুর্ঘটনা একটি বড় সামাজিক সমস্যা। সামান্য অসতর্কতা অনেক সময় অমূল্য প্রাণ কেড়ে নিচ্ছে। তাই ‘Zero Fatality Month’-এর লক্ষ্যকে সামনে রেখে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।”তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা মাস জুড়ে স্কুল- কলেজে সচেতনতামূলক শিবির, ট্রাফিক নিয়ম সংক্রান্ত কর্মশালা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারে জোর, পথচারীদের নিরাপত্তা এবং প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ সুপার অভিনাশ রাই বলেন,“আইন প্রয়োগের পাশাপাশি মানুষের আচরণগত পরিবর্তন অত্যন্ত জরুরি। ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।”তিনি জানান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অতিরিক্ত গতি, মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া নজরদারি চালানো হবে। পাশাপাশি ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রচারাভিযান চালানো হবে।এ বছরের সড়ক সুরক্ষা মাসের মূল প্রতিপাদ্য—“Seekh se Suraksha, Technology se Parivartan”অর্থাৎ শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে সড়ক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানানো হয়।সাংবাদিক সম্মেলনের শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে সড়ক নিয়ম মেনে চলার এবং নিরাপদ যাত্রার জন্য সহযোগিতার আহ্বান জানানো হয়।