ধর্মনগর প্রতিনিধি: পৌষ মাসের মকর সংক্রান্তিকে ঘিরে ধর্মনগর শহরজুড়ে জমে উঠেছে উৎসবের বাজার। সকাল থেকেই শহরের প্রধান মাছ বাজার, সবজি বাজার ও আশপাশের হাট-বাজারে চোখে পড়ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। মাছ-মাংস ও শাকসব্জির বিপুল সমাহার আর মানুষের কোলাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে—মকর সংক্রান্তির আনন্দে মেতেছে ধর্মনগর।বিশেষ করে মাছের বাজারে দেখা মিলছে নানা প্রজাতির বড় মাছের। রুই, কাতলা, বোয়াল, আইড়, চিতল, পাঙাশের পাশাপাশি দেশি শোল, মাগুর ও কই মাছের চাহিদা ছিল চোখে পড়ার মতো। বড় আকারের মাছ কিনতে ক্রেতাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। বিক্রেতারা জানান, সংক্রান্তি উপলক্ষে বড় মাছের চাহিদা প্রতিবছরই বেশি থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। দাম কিছুটা বেশি হলেও উৎসবের কথা মাথায় রেখে ক্রেতারা হাসিমুখেই মাছ কিনছেন।মাছের পাশাপাশি মাংসের দোকানগুলিতেও ভিড় ছিল লক্ষ্যণীয়। খাসি, মুরগি ও হাঁসের মাংসের চাহিদা বেড়েছে। অনেক দোকানে সকালেই নির্ধারিত পরিমাণ বিক্রি হয়ে যাওয়ায় বিক্রেতাদের ব্যস্ততা ছিল তুঙ্গে। শাকসব্জির বাজারেও পৌষ সংক্রান্তির ছোঁয়া—লাউ, কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, শিম, পালং শাকসহ নানা শীতকালীন সবজিতে সাজানো ছিল দোকান।ক্রেতারা জানান, মকর সংক্রান্তিতে বাড়িতে বিশেষ রান্নার আয়োজন থাকে। পিঠে-পুলি, খিচুড়ি, মাছ-মাংস—সব মিলিয়ে এই দিনটি পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার। তাই বাজারে এসে প্রয়োজনীয় সবকিছু একসঙ্গেই কেনা হচ্ছে।সব মিলিয়ে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে ধর্মনগরের বাজারে যে জমজমাট ছবি ফুটে উঠেছে, তা স্পষ্ট করে দিচ্ছে—আজও গ্রামবাংলা ও শহরের জীবনে এই পার্বণের গুরুত্ব অটুট।